ডাকসুর মত জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনের মত আসন্ন জাতীয় নির্বাচনও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডাকসু নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে বহুবার উত্তর দেওয়া হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।’

তিনি আরও বলেন, গত পরশু ডাকসু নির্বাচন অন্যবারের চেয়ে অনেক ভালো হয়েছে। আইনশৃঙ্খলাও আগের তুলনায় উন্নত। জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণও শুরু হয়েছে। কয়েক দিন আগে পুলিশের ট্রেনিং উদ্বোধন করা হয়েছে বলেও জানান তিনি।

পাসপোর্ট অফিস পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে পাসপোর্ট করতে বেশি সময় লাগলেও এখন তা অনেক কমে এসেছে। নাগরিক সেবাকেন্দ্র চালু করা হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশনও উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে মানুষ আরও সহজে পাসপোর্ট পেতে পারবেন।