জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত হয়েছেন। সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম। 

অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে বক্তারা বলেন, চলতি বছরের ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলা আন্দোলনের সময় সরকারের পক্ষ থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ২৮ জানুয়ারি আন্দোলনরত শিক্ষকদের মাঝে এসে আশ্বাস দেন, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা একত্রিত হয়ে আজ ধর্মঘটে বসতে বাধ্য হয়েছেন।

বক্তারা আরও জানান, জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা লাগাতার অবস্থান ধর্মঘট চালিয়ে যেতে বাধ্য হবেন। তারা স্পষ্ট করে বলেন, জাতীয়করণ না হলে আমরা ঘরে ফিরে যাব না।

ধর্মঘট থেকে এসময় তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

১. অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণের ঘোষণা, যা সরকারের পক্ষ থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি দেওয়া হয়েছিল, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

২. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।

৩. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্যও একটি আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।