জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৬ | অনলাইন সংস্করণ

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মকসুমুল হাকিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর)  এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ এর ধারা ৫(২) ও ৫(৩) অনুযায়ী তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।