টানা ৮ দিন ব্যাহত হতে পারে স্যাটেলাইট সম্প্রচার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬ | অনলাইন সংস্করণ

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা আট দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচার বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিএসসিএল’র জনসংযোগ দপ্তরের মুখপাত্র ওমর হায়দারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার শঙ্কা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে কবে, কখন, কত সময় বিঘ্ন ঘটতে পারে তাও জানিয়েছে বিএসসিএল।
সম্প্রচার বিঘ্নের সম্ভাব্য সময় হলো—
- ২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫ - ৯:৩৮ (মোট ৩ মিনিট)
- ৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২ - ৯:৪১ (মোট ৯ মিনিট)
- ১ অক্টোবর: সকাল ৯:৩০ - ৯:৪২ (মোট ১২ মিনিট)
- ২ অক্টোবর: সকাল ৯:২৯ - ৯:৪২ (মোট ১৩ মিনিট)
- ৩ অক্টোবর: সকাল ৯:২৯ - ৯:৪২ (মোট ১৩ মিনিট)
- ৪ অক্টোবর: সকাল ৯:২৯ - ৯:৪১ (মোট ১২ মিনিট)
- ৫ অক্টোবর: সকাল ৯:২৯ - ৯:৪০ (মোট ১১ মিনিট)
- ৬ অক্টোবর: সকাল ৯:৩০ - ৯:৩৮ (মোট ৮ মিনিট)
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সৌর ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বিএসসিএল দেশের প্রথম স্যাটেলাইট ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে আসছে।
অন্যদিকে, সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা প্রতিবছর দুবার সংঘটিত হয়। এই সময়ে পৃথিবী, সূর্য এবং ভূস্থির (জিও-স্টেশনারি) স্যাটেলাইট একটি সরলরেখায় অবস্থান করে, ফলে সূর্যের তীব্র রেডিও বিকিরণ স্যাটেলাইটের সংকেত গ্রহণে বিঘ্ন সৃষ্টি করে। এ কারণে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে, বিশেষ করে টেলিভিশন, ইন্টারনেট ও অন্যান্য টেলিযোগাযোগ সেবায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এটি সাধারণত স্বল্প সময়ের জন্য ঘটে এবং প্রযুক্তিগতভাবে পূর্বাভাসযোগ্য হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়ে থাকে।
