বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করল কানাডা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। এর অর্থ, কানাডার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের সময় উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া, বাংলাদেশের পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণের ক্ষেত্রে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। এতে ওইসব এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও হরতাল-অবরোধের পরিস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে বলা হয়েছে। কানাডা সরকার সতর্কবার্তায় উল্লেখ করেছে, বাংলাদেশে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যার পূর্বাভাস না-ও পাওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে। এসব কারণে সেসব এলাকায় ভ্রমণ বিপজ্জনক ও অনিরাপদ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।