৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ | অনলাইন সংস্করণ

দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো– চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগ অনুযায়ী, নওগাঁর বর্তমান ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন নরসিংদীর ডিসি হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক নতুন ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নওগাঁয়।