স্বরাষ্ট্র উপদেষ্টা
সব জায়গায় পূজা নির্বিঘ্নে হবে, নিরাপত্তা ঝুঁকি নেই
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, দেশের সব জায়গায় এবার পূজা নির্বিঘ্নে হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
গতকাল একটা সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে এবার পূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। সেই সব জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কী নির্দেশনা দেওয়া হয়েছে—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?’
গতকাল এক সংগঠন সংবাদ সম্মেলনে জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে সেই জেলাগুলোর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দেওয়া হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?”
তিনি আরও বলেন, ‘তালিকাটা দিলে আমরা সেই ব্যবস্থা নেবো। আমার কাছে তো এই তথ্য দেয়নি। আমাদের কাছে যেগুলো ঝুঁকিপূর্ণ, আমরা তো সেগুলো পূজার আগে বলি।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় এবার পূজা নির্বিঘ্নে হবে। কোনো জায়গা ওই রকম ঝুঁকিপূর্ণ নেই।’
