ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫ | অনলাইন সংস্করণ

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে নতুন করে ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩২ জন। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৫৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন এবং খুলনা বিভাগে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।

এর আগে, গত রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮৮ জনের। একই সময়ে সারা দেশে মোট ৪৪ হাজার ৪৭৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।