ফ্লোটিলা নিয়ে আজহারীর পোস্ট

‘প্রভু হে! একটি জলযান হলেও, তুমি সৈকতে ভিড়তে দাও’

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৪:৪৯ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দখলদার ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করেছে মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বহরের একটি জাহাজ গাজার জলসীমায় পৌঁছেছে। গাজা অভিমুখে রয়েছে আরও অন্তত ২৬টি নৌযান।

এই মানবিক অভিযানের প্রতি সংহতি জানিয়ে দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী একটি আবেগময় পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেন, “প্রভু হে! একটি জলযান হলেও, তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।”

আজহারীর এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তাটি ইতোমধ্যে অনেক অনুসারী ও সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই এতে পড়েছে প্রায় আড়াই লাখ রিয়্যাকশন, আর শেয়ার করেছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষ।