‘শুধু পরীক্ষা নয়, শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে জীবনের জন্য’

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবরার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, পরিবেশ সচেতনতা ও পরমসহিষ্ণুতা গড়ে তোলা মূল লক্ষ্য। “পুঁথিগত বিদ্যার পাশাপাশি যুক্তিবোধ, সংবেদনশীলতা এবং কর্মদক্ষতার বিকাশে গুরুত্ব দিতে হবে,” তিনি বলেন।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয় আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার, মানসম্মত পাঠ্যবই, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং প্রকৃত মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষাব্যবস্থা উন্নত করতে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান মিসেস সুজান ভাইজ।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মুস্তাফা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।