শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মোজাম্মেল আটক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে, সম্প্রতি রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কয়েকজন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগ রয়েছে।
