আজ ঢাকা আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দুই দিনের সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। তিনি দুদেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) নেতৃত্ব দেবেন। আগামীকাল মঙ্গলবার এই বৈঠক হবার কথা রয়েছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় এফওসি হয়েছিল ২০১৯ সালে।

এফওসিতে অংশ নেওয়ার পাশাপাশি বেরিস একিনচির সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খানের সঙ্গে। এ ছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম বলেন, উভয় দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে জোর দেবে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। বৈঠকে এ বিষয়ের সঙ্গে জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা হবে।

কয়েক বছরের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের পরও ঢাকার সঙ্গে ভূরাজনৈতিক যোগ-বিয়োগে অংশীদারিত্ব গভীর করতে আগ্রহী আঙ্কারা। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে অন্য উচ্চতায় নেওয়ার প্রত্যাশী দেশটি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন ও অবদান রাখার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। ইতোমধ্যে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। অধিকাংশ বাংলাদেশ আমদানি করে। ফলে তুরস্কে যাতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ে, তা নিয়ে আলোচনা হবে।

 

আবা/এসআর/২৫