প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণে গণশুনানি সম্পন্ন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) রাজধানীর শহীদ এ.কে.এম. শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত গণশুনানি আয়োজন করেছে।
সোমবার (৬ অক্টোবর) গণশুনানি অনুষ্ঠিত হয় এবং এতে প্রস্তাব উপস্থাপন করেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
কমিশনের গঠিত কারিগরি মূল্যায়ন টিম তাদের প্রস্তাবের ওপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করে।
গণশুনানিতে অংশ নেন কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), বাংলাদেশ সিএনজি অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, টিএসপি কমপ্লেক্স লিমিটেড (বিসিআইসি)সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ।
বিইআরসি চেয়ারম্যান গণশুনানিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “গণশুনানি পরবর্তী লিখিত মতামত ডাকযোগে বা ইমেইলে আগামী ১৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত কমিশনের কাছে প্রেরণ করা যাবে। পরবর্তীতে আবেদনকারীদের প্রস্তাব, কারিগরি মূল্যায়ন টিমের প্রতিবেদন এবং গণশুনানিতে উপস্থাপিত মতামত বিবেচনা করে আইন ও প্রবিধান মোতাবেক চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা হবে।”
বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার জানান, এই গণশুনানির মাধ্যমে প্রস্তাবিত প্রাকৃতিক গ্যাস মূল্যহার বিষয়ে সকল পক্ষের মতামত সুনির্দিষ্টভাবে সংরক্ষিত হচ্ছে, যা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ব্যবহৃত হবে।
