৪৩তম ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২০:০৮ | অনলাইন সংস্করণ

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানান, জাপানকে ৩০–২৭ ভোটে হারিয়ে বাংলাদেশ এই সম্মান অর্জন করেছে।
ফারুকী তার পোস্টে লিখেছেন, “ব্রেকিং নিউজ! ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাপানকে ৩০–২৭ ভোটে পরাজিত করে আমরা এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছি।”
তিনি আরও জানান, কোরিয়া ও ভারতও প্রথমে প্রতিদ্বন্দ্বিতা করছিল, তবে পরবর্তী পর্যায়ে দুটি দেশই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলন।
ইউনেসকোর সভাপতিত্বের দায়িত্ব পাওয়া কোনো দেশের জন্য আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ অর্জন। এর আগে, ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।
