রোববার ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৮:০৮ | অনলাইন সংস্করণ

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।