না ফেরার দেশে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনজুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শৈশব ও শিক্ষাজীবন থেকে শুরু করে মনজুরুল ইসলানের কর্মজীবন শিক্ষাবিদ হিসেবে সমৃদ্ধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ইমেরিটাস অধ্যাপক হিসেবে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও তিনি দেশের সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জীবদ্দশায় মনজুরুল ইসলাম বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে পরিচিত ছিলেন এবং তার লেখা ও প্রবন্ধগুলো এখনও শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের মধ্যে সমাদৃত।

তার মৃত্যুর খবরে শিক্ষাবিদ, সাহিত্যকর্মী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। শিক্ষক হিসেবে তার নিষ্ঠা, সাহিত্যের প্রতি অবদান এবং মানবিক চরিত্রের জন্য তাকে স্মরণীয় করে রাখবে।

সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে দেশের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। তার আত্মীয়, বন্ধুবান্ধব ও শিক্ষার্থীরা শোকসন্তপ্ত এবং তার আত্মার শান্তি কামনা করছেন।