নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২২:০৬ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল অংশ নেয়।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ও পদ্ধতি, গণভোট আয়োজন, নির্বাচন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের মধ্যে খোলামেলা আলোচনা হয়।
বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। তিনি বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
