সংস্কারের কাজ চলবে, কাঠামো হবে স্বচ্ছ: আসিফ নজরুল
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

দেশে সংস্কারের কাজ এখনও শেষ হয়নি, তাই অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততদিন সংস্কারের কাজ চলবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে দেশের প্রথম ‘ই-বেইলবন্ড’ প্রবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালতে সংস্কার না হলে বিচারপ্রার্থীরা পূর্ণ সুফল পাবেন না। এজন্য উচ্চ আদালতেও সংস্কার প্রয়োজন। তিনি অভিযোগ করেন, “উচ্চ আদালতের বিচারকরা নিম্ন আদালতের তদন্তে গিয়ে অনেক সময় তা গুরুত্বের সঙ্গে না দেখে আনন্দভ্রমণ হিসেবেই নেন।”
ন্যায়বিচারে সহজগম্যতা ও বিচারব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘ই-বেইলবন্ড’ চালুর বিষয়ে আসিফ নজরুল বলেন, দীর্ঘদিনের ভোগান্তি থেকে বিচারপ্রার্থীদের রেহাই দিতে সরকার এই অনলাইন বেইলবন্ড পদ্ধতি চালু করেছে। এর ফলে আসামি, বিচারপ্রার্থী, আদালত, আইনজীবী ও কারা প্রশাসনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি জামিন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত হবে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে কয়েকটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হচ্ছে।
তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে এই ডিজিটাল পদ্ধতি সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ই-বেইলবন্ড পদ্ধতিতে ব্যবহৃত কিউআর কোড যাতে কেউ জালিয়াতি করতে না পারে, তার জন্য তার মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি আরও জানান, সাইবার সুরক্ষা আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং ব্যক্তিগত উপাত্ত ব্যবস্থাপনা আইন ইতোমধ্যে কেবিনেটে অনুমোদিত হয়েছে। এর মধ্যে দুটি আইনের গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই তিনটি আইন বাস্তবায়ন হলে আন্তঃমন্ত্রণালয় তথ্য আদান–প্রদান আরও সহজ ও সুশৃঙ্খল হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসীম উদ্দিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিচারক ও আইনজীবীরা।
