জুলাই আন্দোলনের নেতৃত্ব সমান ও স্বাধীন ছিল: আসিফ মাহমুদ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৫ | অনলাইন সংস্করণ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের একদফা কর্মসূচি ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন ছিল না। তিনি বলেন, আন্দোলন শুরু হয়েছিল ৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়কের নেতৃত্বে, যেখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব বা প্রধান ব্যক্তি ছিলেন না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চানখারপুলে ছয়জন নিহত হওয়ার মামলায় আসিফ মাহমুদ অবশিষ্ট সাক্ষ্য দেন।

তিনি বলেন, আন্দোলনের ধরণ নির্ধারণ ও তহবিল সংগ্রহও আন্দোলনকারীদের নিজেদের উদ্যোগে হয়েছে।

জেরার সময় তিনি জানান, আন্দোলনের সময় তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতেন। এছাড়া, তিনি নিজেও পুলিশ গুলির সময় প্রায় ২০০ মিটার দূরে ছিলেন এবং সরাসরি গুলির দৃশ্য দেখেননি।

সাক্ষ্যগ্রহণকালে আসিফ মাহমুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরেন।

মামলার গ্রেপ্তারকৃত চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

চানখারপুল মামলায় ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।