এফএও’র মহাপরিচালকের সঙ্গে কৃষি উপদেষ্টার বৈঠক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:০৯ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতিসংঘ খাদ্য ও কৃষি (এফএও)-এর মহাপরিচালক কু ডংইউয়ের সঙ্গে বৈঠক করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১৭ অক্টোবর) রোমে এফএও’র মহাপরিচালকের কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে অংশগ্রহণে আমন্ত্রণের জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান। একইসঙ্গে, তিনি বাংলাদেশের কৃষিখাতে এফএও’র অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় এফএও-এর মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।
বৈঠকে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান-সহ দুই পক্ষের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
