আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে ইসি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:২৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভাকক্ষে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সভায় অংশ নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের চার কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি সূত্রে জানা গেছে, সভায় ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হবে।