জোবায়েদ হত্যা: অভিযুক্ত মাহিরকে থানায় সোপর্দ করলেন মা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর মা রেখা আক্তার। এ ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রীসহ মোট চারজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জোবায়েদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি। গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার নুরবক্স লেনের রৌশান ভিলা এলাকায় ওই ছাত্রীকে পড়াতেন।

ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্কে ছিলেন আটক হওয়া মাহির রহমান। সম্প্রতি সম্পর্কের অবসান ঘটান ওই ছাত্রী, যা নিয়েই শুরু হয় টানাপোড়েন।

ঘটনার দিন রোববার বিকেলে ওই ছাত্রীর টিউশনের পথে জোবায়েদের সঙ্গে দেখা হয় সন্দেহভাজন ওই মাহিরের। পারিবারিক সূত্রে জানা গেছে, এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই জোবায়েদ ছুরিকাঘাতে নিহত হন। সন্ধ্যা ৬টার দিকে রক্ত ভেজা হাত নিয়ে বাড়ি ফেরেন সন্দেহভাজন যুবক।

মাহিরের মা বলেন, ওর হাত কাটা দেখে আমি জানতে চাইলে সে বলে এক ছেলের সঙ্গে ধস্তাধস্তির সময় ছুরিতে হাত লেগেছে। পরে বুঝতে পারি ঘটনাটা গুরুতর।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে কেরানীগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সোমবার সকালে চকবাজার থানায় নিজ হাতে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।

 

আবা/এসআর/২৫