অনলাইন সংস্করণ
১৭:২৬, ০১ নভেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি। আমাদের নিকটতম প্রতিবেশী ভারত ও মিয়ানমারের দিকে তাকালেই তা অনুধাবন করতে বেশি সময় লাগে না।
শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এই দেশে একেবারেই কোনো ঘটনা ঘটে না-এমন নয়। মাঝেমধ্যে সংঘাত ঘটে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব সংঘাত রাজনৈতিক কারণে, সাম্প্রদায়িক কারণে নয়।
তিনি বলেন, আমরা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বড় হয়েছি, স্কুল-কলেজে গিয়েছি, চাকরি করেছি। একসঙ্গে বাজারে যাই, একসঙ্গে বসবাস করি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। চব্বিশে জুলাইয়ের বিপ্লবেও আমরা একসঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি।
ড. খালিদ হোসেন বলেন, এই দেশ আমাদের সবার। আমার যেমন অধিকার রয়েছে, তেমনি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরও সমান অধিকার রয়েছে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো-এই অধিকার যেন কেউ ক্ষুণ্ন করতে না পারে, তা নিশ্চিত করা। সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, গোষ্ঠী-গোষ্ঠী কিংবা সম্প্রদায়-সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয়, তাহলে সে দেশ কখনও উন্নত হতে পারে না। সেখানে বিদেশি বিনিয়োগ আসবে না, পর্যটকদের আগমন ঘটবে না।
দেশের উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।