
নভেম্বরের প্রথম দিন রাজধানীতে কালো মেঘ গর্জে নেমে এলো বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছাতা ছাড়া বের হয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় রাজধানীতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টাঙ্গাইলে ৫৭ মিলিমিটার।
গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের ধীরগতি এবং কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ছাতা ছাড়া বের হওয়া মানুষজন।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সমকালকে বলেন, ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব এখনও রয়েছে। এর প্রভাবেই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ দুপুর থেকে শুরু হয়ে আরও কয়েকদিন চলতে পারে।
আবা/এসআর/২৫