বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২১:৪১ | অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (২ নভেম্বর) সংগঠনের সভাপতি রিফাত রশিদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় সচল করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ’২৪–এর জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থান যেসব আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। বরং দেখা যাচ্ছে, জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে অভ্যুত্থানের সরকার।

ইতোমধ্যে বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে বলা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পর্কেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ এখনো দেখা যায়নি, যা হাজারো শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে এবং ঐতিহাসিক এক দফা— অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশের বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।