ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে ঝরলো আরও ১০ প্রাণ, হাসপাতালে ১০৬৯

ডেঙ্গুতে ঝরলো আরও ১০ প্রাণ, হাসপাতালে ১০৬৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগের বাইরে ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫২ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৯৫৮ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট ৭১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৭৫ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে।

ডেঙ্গু,ঝরলো,হাসপাতাল,প্রাণ,মৃত্যু,শনাক্ত,আক্রান্ত,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত