‘যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা পতিত সরকারের দোসর’
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ | অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তারা পতিত সরকারের দোসর।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখবেন তারা পতিত সরকারের দোসর ছিলেন। কেউ পূর্বাচলে প্লট পেয়েছেন, কেউ বা তাদের কাছ থেকে মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম বলেন, বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্সের অভিজ্ঞতা বহন করে আসছে। ২৪ জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, তা অস্বীকার করা যায় না। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, আমরা আর আগের কোনো লক্ষণ দেখছি না।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে ২৪ জুলাইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও সার্কিট হাউস চত্বরে আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব।
এ সময় নানা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
