পদ্মফুল তুলতে গিয়ে একসঙ্গে ৪ স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২৩:২৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে চার কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে মশুরিভাজা বিলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বিকেল ৫টার দিকে উদ্ধার কাজ শেষ করেন।

নিহতরা হলো— রাজনগর গ্রামের বাসিন্দা আবদুল সামাদের দুই মেয়ে আফিয়া খাতুন (১২) ও ফাতেমা খাতুন (১৪); সামাদের বড় ভাই সাহারুল ইসলামের মেয়ে আলিয়া খাতুন (১২) ও সামাদের চাচাতো ভাই ইছহাক আলীর মেয়ে মিম আক্তার (১২)। তারা সবাই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় একজন জানান, শিশুরা ডিঙি নৌকায় চড়ে বিলে শাপলা তুলতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত নৌকাটি উল্টে গেলে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের ধারে পড়ে থাকা স্যান্ডেল দেখে সন্দেহ হয়।

এরপর স্থানীয়রা বিলের পানিতে একজন শিশুর মরদেহ ভাসতে দেখে এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

পরিবারের সদস্যরা জানান, বহু খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

আবা/এসআর/২৫