কাল সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখার ঘোষণা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৫:৪১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

দলটির এই কর্মসূচি উপেক্ষা করে রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল যথারীতি খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটি কার্যত সাংগঠনিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। গণহত্যায় অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে দলটির অংশ নেওয়ার সুযোগও নেই।

দলটির একাংশ বর্তমানে বিদেশে পালিয়ে আছেন। তারা দেশের অভ্যন্তরে নেতাকর্মীদের সক্রিয় করতে নানাভাবে তৎপর রয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন সূত্রের দাবি, বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের নেতাকর্মীদের উসকানি দেওয়ার চেষ্টা করছেন।

দলটি ১৩ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও গাড়িতে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।