ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন ধার্য হবে আজ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন ধার্য হবে আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের দিন আজ নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এ দিন ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৩ অক্টোবর মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সে সময় আদালত জানিয়েছিল—রায়ের এই তারিখ হবে অল্প সময়ের মধ্যে।

সেদিন সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মানবতাবিরোধী অপরাধে বিশ্বজুড়ে বিচারপ্রাপ্ত নেতাদের উদাহরণ টেনে আনেন। তিনি শেখ হাসিনা ও তার সহযোগী কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন।

রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিপক্ষের যুক্তির জবাব দেন, আর স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন পাল্টা বক্তব্য রাখেন। পরে ট্রাইব্যুনাল আজকের দিনটিকে রায় ঘোষণার জন্য নির্ধারণ করে।

এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। যুক্তিতর্কে প্রসিকিউশন শেখ হাসিনা ও কামালের কঠোর সাজা চাইলেও মামুনের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেয়।

তার আইনজীবী যায়েদ বিন আমজাদ অবশ্য মামুনের ‘অ্যাকুইটাল’ (খালাস) দাবি করেছেন। তাই আজকের রায়েই নির্ধারিত হবে—সাবেক এই পুলিশপ্রধানের মুখে হাসি ফুটবে, নাকি অন্য কিছু অপেক্ষা করছে তার জন্য।

এদিকে, রায় ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।

এক গোয়েন্দা কর্মকর্তা জানান, আদালত এলাকাজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা রুখে দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও থাকবে একাধিক স্তরে।

শেখ হাসিনা,জুলাই গণঅভ্যুত্থান,মানবতাবিরোধী অপরাধের মামলা,আসামি,রায়,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত