প্রধান উপদেষ্টার ভাষণ দুপুর আড়াইটায়

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

  প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ভাষণ শুরু করবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা ঘিরেও রাজনৈতিক অঙ্গনে বেড়েছে উত্তাপ। এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।