মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট প্রকাশ করেছে এসইসি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’–এর গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ নভেম্বর বিধিমালাটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশের মাধ্যমে এটি সরকারিভাবে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এই বিধিমালাটি বিএসইসির ওয়েবসাইটে (https://sec.gov.bd) Securities Laws মেনুর Securities Laws, Rules, Regulations  উপবিভাগে পাওয়া যাবে।