সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২২:৪০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই বাসযাত্রী ছিলেন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলেন, চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা মো. শাহআলম (৫৫), ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫), কুমিল্লা জেলার হিঙ্গুলীর বাসিন্দা মো. জসিম (৪০)
এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানি।
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ পাঁচজনের লাশ পাওয়ার কথা বলেছেন তিনি।
অপরদিকে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে।
আবা/এসআর/২৫
