কুড়িল বিশ্বরোডের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২২:৫৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোডের পূর্ব কুড়াতলি এলাকায় তিনটি রিকশার গ্যারেজসহ বসতবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়দের দাবি, পিঠার দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি দেড়শতাধিক রিকশা আগুনে পুড়ে গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আবা/এসআর/২৫