ঢাকা সেনানিবাসে সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:৫৫ | অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘সেনাবাহিনী পদক’ পেয়েছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের হাতে এ পদক তুলে দেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একইদিনে রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি বিষয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, নাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।