ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৫:০২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার গভ’ -এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।