মহাখালীতে চলন্ত বাসে আগুন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ২২:১১ | অনলাইন সংস্করণ

রাজধানীর মহাখালীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের সামনের সড়কে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত। কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়েন। এ কারণে কেউ হতাহত হয়নি।

আগুনে বাসের ভেতরে থাকা সিট, ইঞ্জিন পুড়ে গেছে। অনেকেই বাসের জানালা ভেঙে বাসের ভেতর থেকে বের হয়ে আসেন।

পরে স্থানীয়রা পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সা‌র্ভিস জানিয়েছে, অ‌গ্নিকা‌ণ্ডের কারণ তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়‌নি। তবে ধারণা করা হচ্ছে যা‌ন্ত্রিক ত্রু‌টির কার‌ণে আগুন লেগে থাকতে পারে।

 

আবা/এসআর/২৫