সিইসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৩:৫৫ | অনলাইন সংস্করণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তারা বৈঠকে বসেন। 

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন সিইসি ও কমনওয়েলথ মহাসচিব।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন। এছাড়াও রয়েছে কমনওয়েলথের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাঁচদিনের সফরে ঢাকা এসেছেন কমনওয়েলথ মহাসচিব।