ইন্টারপোলের সাধারণ অধিবেশনে গেলেন আইজিপি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২৩:২০ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় অংশ নিতে মরক্কো সফরে গেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ রোববার (২৩ নভেম্বর) তিনি ঢাকা থেকে মরক্কোর উদ্দেশে রওনা হন। আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) মরক্কোর মারাকেশ শহরে বিশ্বের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে চার দিনব্যাপী এই সাধারণ সভা শুরু হয়েছে। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। সম্মেলন শেষে আইজিপি ৩০ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইজিপি বাহারুল আলম। সম্মেলনের অবসরে তিনি বিভিন্ন দেশের পুলিশ প্রধান ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এসব আলোচনায় তথ্য ও গোয়েন্দা বিনিময়, যৌথ অভিযান পরিচালনা, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয়ভাবে আলোচনায় আসবে।
ইন্টারপোলের সাধারণ অধিবেশন বৈশ্বিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহযোগিতা বাড়ানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সন্ত্রাসবাদ দমন, সাইবার অপরাধ মোকাবিলা, মানব-পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, সীমান্ত-পারের অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণ—এ সব বিষয়ই আলোচনায় গুরুত্ব পায়।
প্রতি বছর আয়োজিত এই সভায় সংস্থার নীতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বাজেট এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, চলতি বছরের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক নেটওয়ার্কে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
