আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
জবাবে কমনওয়েলথ মহাসচিব আশ্বস্ত করে জানান, নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পুরো প্রক্রিয়ায় বাংলাদেশকে সর্বাত্মক সমর্থন দিতে প্রস্তুত তারা। তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি দেশের মধ্যে জি–৭ ও জি–২০–এর সদস্যও রয়েছে, যা পারস্পরিক সহযোগিতার জন্য বড় সুযোগ তৈরি করে।
বৈঠকে শার্লি বচওয়ে জানিয়ে দেন, তিনি ইতোমধ্যেই প্রধান বিচারপতি, আইন ও পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। তার ভাষায়, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বেশ আশাবাদী, এবং ভোটের আগে একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতিও চলছে।
এ ছাড়া দুই নেতা তারুণ্যের ক্ষমতায়ন, উদ্যোক্তা বৃদ্ধিতে সহায়তা, সামাজিক ব্যবসার সম্প্রসারণ এবং বেকারত্ব, বৈষম্য ও কার্বন নিঃসরণ কমাতে ‘তিন–শূন্য’ তত্ত্ব বাস্তবায়নের অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন।
