আলেম-ওলামাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে : ধর্ম উপদেষ্টা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২২:৪২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ৫৪ বছর ধরে নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও ইসলামি শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছে। তবে আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক বন্ধন না থাকলে তারা অচিরেই হারিয়ে যাবেন। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ‘মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান অনেকটা গায়ের জোরে পাশ করেছে জানিয়ে তিনি বলেন, এটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক।’ হিল্লা বিয়ে নারীর প্রতি অবমাননা মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘শরীয়তের অপব্যাখ্যা করে হিল্লা বিয়ের প্রথা চালু হয়েছে।

আমরা কিভাবে দণ্ড আরোপ করি- এমন প্রশ্ন রেখে ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইসলামি শরিয়তে দণ্ডবিধি আরোপের ক্ষমতা কোনো আলেম কিংবা মুফতির নেই। তারা কেবল ফতোয়া দিবেন, কুরআন-হাদীসের বর্ণনা তুলে ধরবেন। বিচার করবে আদালত। আদালত রায় কার্যকর করবে প্রশাসন। এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানাই।’

শরিয়াহ আইন প্রচলনের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এ দাবি ৫৪ বছর ধরে করে এসেছি। দাবি জানাতে কোনো আপত্তি নেই। তবে যতদিন পর্যন্ত সংসদের অধিকাংশ আসন শরিয়ত মেনে চলে এরূপ মানুষ দিয়ে ভর্তি না হবে ততদিন দাবি জানিয়ে কোনো লাভ হবে না। এজন্য দীর্ঘ মেয়াদি প্রজেক্টের দিকে আমাদের এগোতে হবে। শুধু এক বা দুজনকে দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন সম্ভব নয়।’

 

আবা/এসআর/২৫