পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন দেখতে চাই: সিইসি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‎এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চাই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে ৪০ টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনায় তিনি এ কথা বলেন। এবার ৮১ টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে ইসি। দিনব্যাপী সংলাপে সকালে ৪১টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সিইসি বলেন, জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা নির্বাচন কমিশন দিয়েছে, তা কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে মিলে এই জাতীয় দায়িত্ব পালন করতে হবে। আমরা আপনাদের চোখ দিয়েও এই ইলেকশনটা দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের নির্বাচনের দেখাটাও কিন্তু সঠিক হবে না।

প্রশিক্ষণের তাগিদ দিয়ে ‎নাসির উদ্দিন জানান, পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে, বিশেষত নতুনদের, তাদের অবিলম্বে নির্বাচন ও নির্বাচনি ব্যবস্থা সম্পর্কে ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ দিতে হবে। মাঠকর্মীদের কর্মকাণ্ডই সংস্থার সুনাম (গুডউইল) এবং নির্বাচন কমিশনের কাছে তাদের ভাবমূর্তিকে প্রভাবিত করবে।

রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের পর্যবেক্ষক নিয়োগ না দেওয়ার জন্য দেশি সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানান সিইসি। সেই সঙ্গে সংস্থাগুলোর নিয়োগ করা মাঠকর্মীরা যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় যুক্ত না হন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি।