শিপিং সেক্টরে সহযোগিতায় বাংলাদেশকে আনুষ্ঠানিক রূপরেখার প্রস্তাব পাকিস্তানের
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনএসসি)-এর মধ্যে অংশীদারিত্ব গঠনের একটি আনুষ্ঠানিক রূপরেখা প্রস্তাব করেছে পাকিস্তান।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের শিপিং-বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এ প্রস্তাব দেন।
প্রস্তাবে সমন্বিত অংশীদারিত্বের যে রূপরেখা দেওয়া হয়েছে, তাতে যৌথ কন্টেইনার ও বাল্ক শিপিং সেবা, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা ও নাবিকদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক বন্দর-কল সুবিধা এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা বৃদ্ধির কথা উল্লেখ রয়েছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-সহ অন্যান্য আঞ্চলিক সামুদ্রিক প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার কাঠামো গড়ে তুলতেই পাকিস্তানের বৃহত্তর লক্ষ্য কাজ করছে।
তিনি বলেন, করাচি বন্দর কর্তৃপক্ষের (কেপিটি) বাড়তি সক্ষমতা, আধুনিকায়ন উদ্যোগ এবং কম টার্নঅ্যারাউন্ড সময় পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্য সেবা দেওয়ার প্রস্তুতির প্রমাণ। তাঁর মতে, বন্দর-টু-বন্দর ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহজনিত চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক প্রতিবন্ধকতা দূর করতে এবং দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক একীকারণের নতুন দুয়ার খুলতে পারে।
সূত্র: দ্য ডন
