লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার পুলিশ সুপার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৮:১০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। এক–চতুর্থাংশ এসপি নতুন, বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় দায়িত্ব পালনরত। জেলার অফিসার ইনচার্জ পদেও পরিবর্তন আসতে পারে।

গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্বে থাকার জন্য জেলা এসপি চূড়ান্ত করা হয়। এক–দু’দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হওয়ার পর তাদের পদায়ন করা হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত ১৪ থেকে ১৬ জন নতুনভাবে জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি ৫০ জনের নাম লটারির মাধ্যমে নির্দিষ্ট জেলায় বদল হয়েছে। ভোটের সময় দায়িত্ব পালনকারীদের মধ্যে অধিকাংশ বিসিএস ২৫ ব্যাচের, বাকিরা ২৭ ব্যাচের।

নির্বাচনকালীন দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর ওসি পদায়নও লটারির মাধ্যমে চূড়ান্ত করার পরিকল্পনা করছে। সৎ ও যোগ্য পরিদর্শকদের তালিকা ইতিমধ্যেই ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা।