শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত প্রচেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শাহবাগ ফুটওভার ব্রিজের পাশের হাসপাতাল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি এবং হতাহতের খবরও নিশ্চিত করা যায়নি।
