নারী ও শিশু উপদেষ্টা
সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোয় বৈষম্যই নারীর নিরাপত্তাহীনতার মূল
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৫:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর গভীরে প্রোথিত বৈষম্য এবং নিপীড়নই নারীর নিরাপত্তাহীনতার মূল কারণ বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘শঙ্কা মুক্ত ভবিষ্যত বিনির্মাণে সামাজিক রীতি-নীতি ও ক্ষমতার বৈষম্যের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, নারীদের অধিকার, সুরক্ষা ও সামাজিক মর্যাদার বিষয়ে ক্ষমতায় আসার আগে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে।
সংলাপে বক্তারা জানান, নারীরা এখনও আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তার সংকটে রয়েছেন।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তৃণমূল পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করতে কাজ বাড়ানো জরুরি। বর্তমান সরকার সংস্কারের শেষ পর্যায়ে, তাই নারীর অধিকার সংস্কারকে অগ্রাধিকার দিলে পরবর্তী সরকারকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সংলাপে জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য—নারী ও কন্যাদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ—কে সামনে রেখে সহিংসতা প্রতিরোধ ও জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
