ইসির ওয়েবসাইটে ‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ২২:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের বরাদ্দ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল মার্কা শাপলা কলির চূড়ান্ত স্কেচ নির্ধারণ করেছে ইসি। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী ব্যালটে প্রতীক থাকবে এনসিপির।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন শাপলা কলি প্রতীকের স্কেচ নির্ধারণ করেছে বলে জানান এনসিপির দায়িত্বশীল নেতা।

শাপলা কলি প্রতীকে নকশা করা হয়েছে নিচের দিকে প্রায় বৃত্তাকার শাপলা পাতা, সেই পাতার মধ্য থেকে একটি ডাটা উঠে এসেছে ওপরের দিকে, আর ডাটার উপরে মোড়ানো কলি স্থাপন করা হয়েছে।

এর আগে, চলতি মাসের ১৭ তারিখে এনসিপিকে ৫৮ নম্বর দল হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এখন থেকে দল ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণায় এই চূড়ান্ত প্রতীক ব্যবহার করতে পারবেন।

 

আবা/এসআর/২৫