ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আবারও ভূমিকম্প
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৭ মিনিটে মৃদু এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬০।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিগঞ্জ এলাকায়।
গতকাল বুধবার রাত ৩টার পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রতিটি কম্পনের মাত্রাই ছিল হালকা থেকে মাঝারি।
