তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব। আর খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে যেতে চাইলে, যা সহযোগিতা দরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার্পণের বিষয়ে তিনি বলেন, আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য আমাদের কাছে নেই। আমরা জানি উনি ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদের কাছে জানানো হয়নি। তাকে দিয়ে যে প্রত্যার্পন শুরু হবে এমন তথ্যও আমার কাছে নেই।
শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় না, দু’একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে। কারণ, বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। তিস্তার পানি হোক, আর সীমান্ত হত্যা হোক- এগুলো শেখ হাসিনাকে ফেরত দেয়ার সঙ্গে পাশাপাশি থাকবে। একটা তো আরেকটার ওপর নির্ভরশীল না। কাজেই স্বার্থগুলো থেকেই যাবে।
তবে আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, কতদিন লাগবে জানি না। কিন্তু আমরা চাই যে, তাদের (শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামাল) ফেরত দেয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে, এটা আমি মনে করি না।
