মেট্রোরেলের ওপরে দুই কিশোর, চলাচল বন্ধ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২২:২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মেট্রো রেলের চলাচল সায়মিকভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে দুজন উঠে পড়ায় রাত ৮টার পর থেকে বন্ধ আছে পুরো মেট্রোরেল নেটওয়ার্ক। মেট্রো লাইনের বিভিন্ন জায়গায় আটকা পড়েছে একাধিক ট্রেন।
রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্যানজিট কম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের ওপর দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে।
রাত ৯টার দিকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) এক বার্তায় বলা হয়, ‘সচিবালয় স্টেশনে ২টা কারের মধ্যবর্তী স্থানে দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল রাত ৮টা ৫মিনিট হতে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
তবে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে কীভাবে এই কিশোর ট্রেনের ওপর উঠেছে ও ওই কিশোরের নাম-পরিচয় কিছুই জানায়নি ডিএমটিসিএল। এছাড়া কখন নাগাদ মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে তাও বলা হয়নি।
আবা/এসআর/২৫
